
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, ঝালকাঠী জেলা কমিটির দ্বি- বার্ষিক সম্মেলন- ২০২৫ সম্পন্ন হয়েছে। জানা গেছে,২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, ঝালকাঠি জেলা কমিটির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উক্ত সম্মেলনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, ঝালকাঠী জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন মানিক ও সুভাষ চন্দ, ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ডাঃ শেখ শহীদ হৃদ্য, ইলিয়াস সিকদার ফরহাদ, আল-আমীন বাকলাই , ধীরেন হালদার , গোলাম সাঈদ খান প্রমূখ। প্রসঙ্গত: “অন্ধকার দূর করে আসুন,আলোর মিছিলে সামিল হই” সুস্থ সংস্কৃতির শৈল্পিক ব্যবহার মানুষকে সৃজনশীল করে,বিকশিত করে এ প্রতিপাদ্য কে সামনে রেখে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ও উক্ত সম্মেলন উদ্ভোদন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় কমিটির সমন্বয়ক সুভাষ চন্দ এবং এ সম্মেলন শেষে মোঃ জাহাঙ্গীর হোসেনকে সভাপতি এবং গোলাম সাঈদ খানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, ঝালকাঠী জেলা কমিটি গঠন করা হয়। উপরোক্ত সংবাদ এর সাথে যুক্ত ছবি টি সংগৃহীত।