
রেকর্ডীয় জমিতে বসতবাড়ী দখলের প্রচেষ্টায় সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সুত্রে জানা গেছে, বুধবার সকালে পটুয়াখালী কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা টি ঘটেছে। সুত্রে আরও জানা গেছে, উক্ত সময় হিরন হাওলাদার, ফেরদাউস, কায়ুউম, নাছিমা ও হেনা নামের ব্যক্তির নেতৃত্বে ১৫/২০ জনের একটি বাহিনী বে আইনী ভাবে ক্ষমতার দাপটে
ওই জমি নিজেদের দাবি করে সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়। সাবেক বিআরডিবি কর্মকর্তা রাজ্জাক তালুকদার গণমাধ্যমের প্রতিনিধিদের বলেন, ১৯৭৮ সালে তাঁর বাবা মৃত আব্দুল আলী তালুকদার খেপুপাড়া মৌজায় ৪০ শতাংশ জমি ক্রয় করেন। দীর্ঘ বছর যাবৎ তাঁরা ওই জমি ভোগ দখল ও বসবাস করে আসছেন। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তারা তাঁর জমি দখলের চেষ্টা চালিয়েছে এবং তাকে প্রান নাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়েছে। পুনঃরায় আজকে জমি দখলের জন্য ১৫/২০ জনের বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাঁর সীমানা প্রাচীর জোর পূর্বক ভেঙ্গে দেয়। তিনি এর সৃষ্ট তদন্ত সহ বিচারের দাবি জানান। যাদের কে এ ঘটনায় দায়ী করা হয়েছে তাদের মধ্যে ফেরদাউস সাংবাদিকদের জানান, ওই জমির মালিকা নিজে দাড়িয়ে থেকে দেয়াল ভাঙ্গিয়েছে আমরাও সাথে তার ছিলাম। তবে ওই জমি রাজ্জাক তালুকদার জোর করে দখল করেছে। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমের প্রতিনিধিদের বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।