
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্য ছিল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, প্রভাতফেরী, আলোচনা সভা, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগীতা।
শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিবার্হী অফিসার শ্যামল চন্দ্র বসাক ও উপজেলার সকল দপ্তর প্রধানরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপরে ধারাবাহিকভাবে শহিদ মিনারে পুস্পার্ঘ অর্পন করেন বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন,আশুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ, আশুগঞ্জ উপজেলা বিএনপি,উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আশুগঞ্জ বিদ্যুৎ বিতরন ও বিক্রয় কার্যালয়ের কর্মকর্তা -,কর্মচারী বৃন্দ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্য্যালয়,উপজেলা শ্রমিক দল,উপজেলা প্রাণী সম্পদ অফিস,আশুগঞ্জ ফায়ার সার্ভিসের
কর্মীর,উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা খাদ্য অফিস,সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র আশুগঞ্জ ছাড়া ও উপজেলার বিভিন্ন সমাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরিটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার শ্যমল চন্দ্র বসাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিল্লাল হোসেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
উপজেলা কৃষি অফিসার, উপজেলা শিক্ষা অফিসার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তথ্য সেবা কর্মী ষারমিন আক্তার,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা।