ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

চুরি হওয়া ১২ ভরির স্বর্ণ-মোটরসাইকে উদ্ধার:গ্রেফতার ৩

রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১২.১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮),রাজীব হোসেন রানা (৪২) ও ইব্রাহীম (৩৫)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) রাত ৩:০০ ঘটিকায় বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২১ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মতিঝিল থানা সূত্রে জানা যায়,মতিঝিল এজিবি কলোনীর বাসিন্দা জনৈক আলামিন তালুকদার তার বাসায় বসবাসরত ভাগিনা তাওহীদ তালুকদার ওরফে মেহরাবকে কোথাও খুঁজে না পেয়ে গত ১৮ ফ্রেব্রুয়ারি মতিঝিল থানায় একটি নিখোঁজ জিডি করেন। উক্ত জিডির প্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১৯ ফ্রেব্রুয়ারি কক্সবাজার থেকে একটি ১৫০ সিসির নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ তাওহীদ তালুকদারকে উদ্ধার করে। তাওহীদের নিকট নতুন মোটরসাইকেল দেখে টাকার উৎসের বিষয়ে সন্দেহ হলে আলামিন তালুকদার তার ঘরের আলমারি তল্লাশি করে দেখেন আলমারিতে রক্ষিত মোট ৩২ ভরি বিভিন্ন ধরণের স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ ষাট হাজার টাকা নেই। আলামিন তালুকদার বিষয়টি আঁচ করতে পেরে তার ভাগিনা তাওহীদসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে আজ ২১ ফেব্রুয়ারি মতিঝিল থানায় একটি চুরির মামলা রুজু করেন।

থানা পুলিশ সূত্রে আরো জানা যায়,মামলা রুজুর পরপর এজিবি কলোনীর বাসা থেকে তাওহীদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাওহীদকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে রাজীব হোসেন রানা ও ইব্রাহীমকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ১২.১৩ ভরি গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ স্বর্ণালঙ্কার চুরি করে সেগুলো বিক্রয় করে মোটরসাইকেল ক্রয়ের কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ