
দুই ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় স’মিলে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় এদিন রাত সোয়া ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত নেই।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।
তিনি বলেন,রাত সাড়ে ৭টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ৩ ইউনিট কাজ করলেও পরবর্তীতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এরপর রাত অটা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে,খিলগাঁও তালতলা এলাকায় একটি ওয়ার্কশপের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে সেটি স’মিলে ছড়িয়ে পড়ে।
এর আগে এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে প্রথমে ফায়ারের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরবর্তীতে আগুন বেশি হওয়ায় ফায়ারের ৮টি ইউনিট সেখানে কাজ করে।
আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসে সেনাবাহিনী,পুলিশ ও র্যাবের সদস্যরা।
এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দাউদ হোসেন জানান,স’মিলটিতে লাগা আগুন এরইমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহত নেই। ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে খিলগাঁও থানা পুলিশ অবস্থান করছে।
ডিআই/এসকে