
স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার ষোলঘর ইউনিয়নের পাকিরাপাড়া এলাকায় বাড়িতে বৈদ্যুতিক খুঁটি স্থাপন না করতে দেওয়ায় প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রী সহ চারজন আহত হয়েছে।
গত বুধবার দুপুর ৩ টার দিকে উপজেলার পাকিরাপাড়া গ্রামের বাগবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে মোঃ শামীম বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পাকিরাপাড়া এলাকার শেখ সাহেদ আলীর ছেলে মোঃ শফিকুল,স্বপনের ছেলে মোঃ শাহাদাৎ,মোঃ সাব্বির, মোস্তফার ছেলে আলমগীর, মোঃ হাশেম শেখের ছেলে মোঃ মিঠুন সহ অজ্ঞাত ১০-২০ মিলে ঐ হামলা করেছে।
এ হামলায় আমার ভাবি মোসাঃ মরিয়ম ও ভাবি সাবিনা, ভাতিজী কলেজ ছাত্রী সাবিহা আমার ভাবি মোসাঃ মিনি বেগম আহত হন।
ভাবি মরিয়ম কে মাথায় আঘাত করে রক্তার জখম করে। আমাদের ঘর ভাংচুর করিয়া প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে হুমকি দিয়ে পালিয়ে যায়।
বিবাদী রাহিমা বেগম এর কাছে জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকিল আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।