নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ইসলাম প্রসারের জন্য আধুনিক নির্মাণ শৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন বাইতুল আমান জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে উপজেলার আমানতপুরের তপাদার বাজারে দৃষ্টিনন্দন এই মসজিদের উদ্বোধন করা হয়।
বেগমগঞ্জে বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের সহসভাপতি শফিকুল আলম জুয়েলের উদ্যোগে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমান,বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আসিফ আকবর, ইসলামি চিন্তাবিদ মাওলানা নুরুল ইসলাম’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বিশিষ্টজনেরা বলেন, বৃহত্তর নোয়াখালীর মধ্যে আধুনিক আধুনিক নির্মান শৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ এটি। ইসলামের প্রসারে এবং সুন্দর সমাজ গঠনে এই মসজিদটি এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটি আবাদ করার আহব্বান জানান বিশিষ্টজনেরা।
বাইতুন আমান জামে মসজিদটি ১৯৯৪ সালে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের সহসভাপতি শফিকুল আলম জুয়েলের পিতা মো. শামসুল আলম প্রতিষ্ঠা করেন। পুরনো দ্বিতল ভবনটি ২০২২ সালে ঝরাজীর্ণ হয়ে পড়লে পারিবারিক উদ্যোগে মসজিদটির পুননির্মাণ শুরু করেন শফিকুল আলম জুয়েল। পুননির্মাণে আধুনিকতার ছোঁয়ায় চারতলা বিশিষ্ট মসজিদটি ছাপ রেখেছে আধুনিক নির্মাণ শৈলীর। দৃষ্টিনন্দন এ মসজিদে আগত মুসল্লীরা প্রকাশ করেন উচ্ছ্বাস।