
চট্টগ্রাম আনোয়ারা ওষখাইনে অবস্থিত “আঠারো শতকের মহাকবি সিদ্ধ পুরুষ সৈয়দ আলী রজা প্রকাশ কানু শাহ (রহঃ)’র জীবন ও কর্ম শীর্ষক ” সেমিনার ও দরবেশী আধ্যাত্মিক কাব্য গ্রন্থ “জ্ঞান সাগর” এর সংকলন ও সম্পাদিত নতুন সংস্করণ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামী ৫ মার্চ (বুধবার) বিকাল ৩ টা হতে চট্টগ্রাম প্রেসক্লাব ইন্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে, উপস্থিত থাকবেন ও বক্তব্য রাখবেন, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, ইসলামি স্কলার ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবিগণ। রজায়ী যুব তরিক্বত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় সেমিনারে সভাপতিত্ব করবেন, রজায়ী যুব ত্বরিকত কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব সৈয়দ খোরশেদ উল্লাহ রজায়ী প্রকাশ রজায়ী হুজুর।
সেমিনারে অংশগ্রহণ করার জন্যে রজায়ী যুব ত্বরিকত কমিটির পক্ষ থেকে শাহজাদা মোহাম্মদ ইমাম উদ্দীন রজায়ী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।