
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার নাকুগাও লোড আনলোড শ্রমিক ইউনিয়নের অমর একুশে ফেব্রুয়ারি পালন ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নাকুগাও লোড আনলোড শ্রমিক ইউনিয়ন আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারি কর্মসূচি পালন করা হয়।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সঙ্গে খালি পায়ে প্রভাতফেরিতে অংশগ্রহণকারী সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রভাতফেরিতে উপস্থিত ছিলেন নাকুগাও লোড আনলোড শ্রমিক ইউনিয়ন সংগঠনের কার্যকরী সভাপতি আঃ হালিম,যুগ্ন-সাধারন সম্পাদক মোকছেদ আলী,যুগ্ন-সহ সাধারণ সম্পাদক দুলাল মিয়া,কোষাধ্যক্ষ এনায়েন হোসেন, দপ্তর সম্পাদক আবুল হাসেম,সিনিয়র সরদার নুরজামাল ও জাকির হোসেন।
উল্লেখ্য, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নালিতাবাড়ীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।