ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বেসরকারি উন্নয়ন
সংস্থা টিএমএসএস'র উদ্যোগে ১৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮শে নভেম্বর) টিএমএসএস এর আয়োজনে নান্দাইল উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার ১৪০জন কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ২৯ বোরো ধানবীজ ও ২০ জন কষৃককে একটি করে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়।
টিএমএসএস ময়মনসিংহ ডোমেইন অপারেশন-১২ এর ডোমেইন প্রধান মো. আহসান হাবীব মোহনের সভাপতিত্বে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ, টিএমএসএস নেত্রকোণা জোন প্রধান মাহবুবুল আলম, টিএমএসএস এর আঠারোবাড়ি অঞ্চল প্রধান মো. সাজু মিয়া, টিএমএসএস ময়মনসিংহ ডোমেইন এড- এর এডমিন অফিসার মো: মেহেদী হাসান, ময়মনসিংহ ডোমেইন এর এইচ.আর অফিসার ইয়েল রায়, সিনিয়র সাংবাদিক
মোহাম্মদ এনামুল হক বাবুল প্রমুখ। বিতরণকালে প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান সকল উপকারভোগী প্রান্তিক কৃষকদেরকে যথাসময়ে ধানবীজ রোপন ও কীটনাশক স্প্রে মেশিন ব্যবহারের বিষয়ে বিশেষ পরামর্শ প্রদান করেন।