
কর্মস্থলে ব্যক্তিগত কলহের জেরে তার সহকর্মীকে কুপিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামীকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত আসামির হলেন স্বপন মিয়া (৩০)।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমপুর এলাকায থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এটিইউএর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত (অতিরিক্ত দায়িত্বে) মোছা.শিরিন আক্তার জাহান।
তিনি জানান,গ্রেফতারকৃত আসামি ২০১৫ সালে কর্মস্থলে ব্যক্তিগত কলহের জেরে তার সহকর্মী ভিকটিম জুয়েল রানাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলের পাশে একটি ডোবায় ফেলে দেন। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে পুলিশ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হলে বিচারিক কার্যক্রম শেষে ২০১৮ সালের ৩০ জানুয়ারী বিশেষ দায়রা জজ ও বিচারক,দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্বপন মিয়াকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
এ মামলায় তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামী স্বপন মিয়া জেল থেকে পলায়ন করত আত্মগোপন করেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। অবশেষে আজ তাকে ফের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে