ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা
লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩

ফুলের রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও দামে হতাশ ফুলচাষীরা

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের বাজার চাঙা থাকলেও এবার কাঙ্ক্ষিত বেচাকেনা না হওয়ায় চাষিরা হতাশ।

গাঁদা ফুলের দাম বাড়লেও অন্যান্য ফুলের দাম আরও কম দাম। গতকাল বুধবার গদখালী ফুল বাজারে দাম না থাকায় চাষিদের মুখে হাসি দেখা যায়নি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা মূলত দুই দিন আগেই এখানে ফুল কিনতে আসেন। সেই হিসাবে বুধবার কাকডাকা ভোরে বসেছিল দিবসটি ঘিরে মূল হাট।

আজ বৃহস্পতিবারও প্রতিদিনের মতো হাট বসে। তবে সেখানে ফুল কিনতে আসেন যশোরের স্থানীয় ও আশপাশের ব্যবসায়ীরা। যদিও ফুলের কাঙ্ক্ষিত দাম বাড়েনি।

গত ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা ও বসন্তবরণ দিবসেও ফুলের দাম পাননি ফুল চাষীরা। ফুল চাষীরা বলেন, এ মৌসুমে ফুলের ভালো দাম পাচ্ছেন না তাঁরা। গত পাঁচ দিনে গদখালীতে ৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে, যা অন্যান্য বারের তুলনায় অর্ধেক। এর আগে বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই হাটে ১৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছিলো। প্রতিদিন ভোর ৪টা থেকে ফুলের হাট শুরু হয়, যা চলে ১০টা পর্যন্ত। বিজয় দিবস, বিশ্ব ভালবাসা দিবস, বসন্ত বরণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলে বেচাকেনা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

বুধবার গদখালীতে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে গাঁদা ফুল। অন্য দিনের তুলনায় দ্বিগুণ দামে গাঁদা ফুল কেনাবেচা হয়। ৪০০ টাকার গাঁদা ফুল বিক্রি হয়েছে ৭০০-১২০০ টাকা পর্যন্ত। তা ছাড়া, গোলাপ, জারবেরা, ফুল বাঁধাইয়ের জন্য কামিনীপাতা, জিপসির আঁটি, চন্দ্রমল্লিকা ও রকস্টিকের আঁটি আগের দামে বিক্রি হয়েছে। তবে রজনীগন্ধা ও রঙিন গ্লাডিউলাস কিছুটা চড়া দামে বিক্রি হয়।

নীলকন্ঠ নগর গ্রামের সাইফুল ইসলাম বলেন, সাড়ে তিন বিঘা জমিতে কয়েক রকম ফুলের চাষ করেছি। দাম না থাকায় এসব ফুল বিক্রি করে এ বছর সার-কীটনাশকের টাকাও উঠছে না।

বাজারে ফুল বিক্রি করতে আসা টাওরা গ্রামের কৃষক খোরশেদ আলম বলেন বলেন, আমি তিন বিঘা জমিতে ফুল চাষ করেছি। এর মধ্যে গ্লাডিওলাস বিক্রি হয়েছে ৬০ হাজার টাকা। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে গাঁদা ও গ্লাডিওলাস ফুলের দাম বাড়তি পেয়েছি।

কুষ্টিয়া থেকে ফুল কিনতে আসা ব্যাপারী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল কিনতে এসেছি। গাঁদাসহ ২০ হাজার টাকার ফুল কিনেছি।

গদখালী ফুল চাষী ও ব্যবসায়ী সাধারণত সম্পাদক মোঃ আবু জাফর বলেন, বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস, বাংলা নববর্ষকে কেন্দ্র করেই এখানে ফুলের চাষ হয়। এ সময় ফুলের বাড়তি চাহিদা থাকে। তবে এই বছর ফুলের কাঙ্ক্ষিত দাম না থাকায় চাষিদের মুখে হাসি নেই।

উল্লেখ্য, ঝিকরগাছায় ১২০০ হেক্টর জমিতে ১১ প্রকারের ফুল বাণিজ্যিকভাবে চাষ হয়। ঝিকরগাছা উপজেলার ৬ হাজার পরিবারের লক্ষাধিক মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। এ অঞ্চলে প্রতিবছর ৩৫০ কোটি টাকার ফুল উৎপাদন হয়।

শেয়ার করুনঃ