ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

পাঁচবিবিতে ভূট্টার বাম্পার ফলনের আশা কৃষক কূলের

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নে এবার ২০২৫ এ কৃষকের কষ্টার্জিত ফসল ভূট্টা বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন কৃষককূল। কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটায় গত বারের চাইতে এবার এই ফসল চাহিদার চাইতেও অধিক ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানায় বিভিন্ন এলাকার কৃষকরা।
স্থানীয় কয়েকজন কৃষকের সঙ্গে আলাপ করে জানা গেছে ভূট্টা চাষের পর এখনো কোন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পরিনি আমরা, এটাই আল্লাহর নিকট হাজারো শুকরিয়া। আল্লাহ যদি আমাদের উপজেলায় কোন বড় ধরনের প্রকৃতিক দুর্যোগ না দেন, তাহলে আমরা ভূট্টার বাম্পার ফলনের আশা করছি। তবে কৃষকরা আরো জানায় গত বছরের তুলনায় এবার ভূট্টা চাষে ব্যায় হয়েছে বেশী, ১বিঘা ভুট্টা চাষ থেকে কাটামাড়া পর্যন্ত খরচ পরবে ১০-১১ হাজার টাকা এই ফসলে মূল্য কৃষকের অনুকূলে থাকলে কিছুটা লাভের মুখ দেখবেন কৃষকরা। তবে শ্রমিক সংকটেরয় কারণে চাষিরা ক্ষেত থেকে ধান ঘরে তুলতে অধিক খরচের করনে রীতিমত দুশ্চিন্তায় রয়েছেন।
বাগজানা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ভুট্টাচাষী সুবাস চন্দ্র জানান, এক বিঘাতে খরচ হয় ১০-১১ হাজার টাকা, কিন্তু আলুর জমিতে ভুট্টা আবাদ করলে খরচ কম হয়, কেননা আগে থেকেই জমিতে সার দেওয়া থাকে । প্রতি বিঘায় ৩৫-৪৫ মণ ভুট্টা আবাদ হয়। ১০০০-১২০০ টাকা প্রতি মণ ভুট্টা বিক্রি হয়েছিল। তবে এবার গতবারের চেয়ে বেশি দামে ভুট্টা বিক্রি হবে বলে জানা যায়। আমদানির উপরে বাজার উঠানামা করে বলে কৃষক জানায়। আগাম রোপন করা ভুট্টা ইতিমধ্যেই কাটা ও মাড়াই করা শুরু হয়ে যাবে।বালিঘাটা ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রচুর ভুট্টার আবাদ হয়েছে। প্রায় ২৫-৩০ বিঘা, সাবেব অধ্যাপক সুনীল রায় ১ বিঘা, নির্মল রায় ১ বিঘা, বাদশা ৩ বিঘা, জামাল ২ বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছেন। ১ বিঘাতে বীজ লাগে ২-২.৫ কেজি। খরচ হয় ১৫০০০ টাকা, ও ভুট্টা বিক্রি হয় ৩৫-৪০ হাজার টাকায়। জানুয়ারী মাসের প্রথম দিকে আগাম আলু উত্তোলন করে ভুট্টা রোপন করা হয়। এতে কম খরচ হয়। রামচন্দ্রপুর গ্রামের আদর্শ কৃষক সুবাশ চন্দ্র বলেন।এদিকে পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ লুৎফর রহমান বলেন “কোন রোগবালাই না থাকায় ও আবহাওয়া ভাল হওয়ায় কৃষকরা কাঙ্খিত ফলন আশা করছেন। চাহিদার চাইতেও কৃষক অধিক ফলন কৃত ভূট্টা ঘরে তুলবেন। কৃষি কর্মকর্তা আরও জানান এবার উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠে ৫০০ হেঃ জমিতে ভূট্টা চাষ হচ্ছে।

শেয়ার করুনঃ