মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের চারীগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা প্রায় ১২ টি কবর খুঁড়া দেখে জনপ্রতিনিধিদের সংবাদ দেয়। পরে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশের একটি টিম আসে। কবর স্থানের ১২ টি কবর খুঁড়া অবস্থায় দেখা গেলেও চারটি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় চোর চক্র।
বীরতারা ইউনিয়নের মেম্বার হালিম মোল্লা বলেন, সকালে এলাকার ছেলেপেলেরা কবরস্থান পরিষ্কার করতে এসে কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে বিষয়টি দেখে আমাকে জানায় আমি ঘটনাস্থলে এসে শ্রীনগর থানা কে অবগত করি।
এ বিষয়ে শ্রীনগর সার্কেল এএসপি আনিসুর রহমান বলেন,কবরস্থানগুলোতে প্রাচীর না থাকাতে চোর চক্র অতিসহজে নেক্কার জনক এ ঘটনা ঘটাতে সক্ষম হয়। কবর খুঁড়ে কঙ্কাল চুরি হবার ঘটনাগুলো খতিয়ে দেখছি।