
ডেস্ক রিপোর্ট: একদিন আগেই করাচিতে পর্দা উঠেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শুরু দুবাই পর্ব। নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারত। দুদলই মুখিয়ে টুর্নামেন্টের শুরুটা জয়ে রাঙাতে। আজকের দ্বৈরথকে বলা হচ্ছে ভারতের স্পিনারদের সঙ্গে বাংলাদেশের ফাস্ট বোলারদের লড়াই। দুদলের মধ্যে শক্তির পার্থক্য বিস্তর থাকলেও মাঠে রোমাঞ্চকর লড়াইয়ের প্রত্যাশা সমর্থকদের। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সবশেষ দুই সিরিজেই বাংলাদেশ হেরেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে। চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতিটাও ভালোমতো হয়নি। তারপরও ভারতের বিপক্ষে ম্যাচেই বড় আশা বাংলাদেশের। সাম্প্রতিককালে বাংলাদেশ-ভারত লড়াই মানেই অন্যরকম আবহ।
পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য জয়ের পাল্লাটা ভারতের দিকে ভারী। ৪১ ওয়ানডেতে ভারতের ৩২ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৮টিতে, ফলাফল হয়নি এক ম্যাচে। শান্ত-মিরাজদের ৮ জয়ের ৬টি ঘরের মাটিতে এবং অন্যদুটি নিরপেক্ষ ভেন্যুতে।