
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে সাত দিনব্যাপী বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৫৩ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নৌ পুলিশের (মিডিয়া) পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১ কোটি ১৯ লাখ ৪৫ হাজার ৬৭৭ মিটার অবৈধ জাল এবং ৪ হাজার ২৬৩ কেজি মাছ, ২১ লাখ ৫২ হাজার পিস বাগদা রেনু পোনা, ৮ লাখ ২৫ হাজার পিস রেনু পোনা,২২০ কেজি জেলীযুক্ত চিংড়ি, ১৭২ কেজি কাঁকড়া, ৫ কেজি পারশে মাছের পোনা, ২০০ কেজি পাঙ্গাস মাছের পোনা জব্দ করা হয় এবং নদী থেকে ১৮২ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
তিনি আরও জানান,নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৬০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৯টি ড্রেজার জব্দ করা হয়। অভিযানে ২৫৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।
এছাড়া ২৩শ টি মাছ,১০টি বেপরোয়া, ৯টি বালুমহাল, ২টি অপমৃত্যু, একটি চুরি এবং একটি বিশেষ ক্ষমতা মামলাসহ মোট ৪৬টি মামলা করা হয়। এছাড়াও জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা।
ডিআই/এসকে