
পটুয়াখালীতে লাল বাঁধাকপির চাষ করে সফল হওয়ায় কৃষক মোঃ ইউসুফ আলী স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউপির ৪ নং ওয়ার্ডের এ কৃষক এছাড়াও এ মৌসুমে তাঁর এক বিঘা জমিতে লাল বাঁধা কপির পাশাপাশি ,করলা,পাতা কপি,ফুল কপি,ওল কপি,আনাস কপি,সীম, খিরাই,শসা, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, মরিচ, দুন্দল ও রেহা সহ ইত্যাদি সবজি চাষ করেছেন। ফলে তা বেশ ভালো ফলন হয়েছে। তিনি এসকল সবজি প্রদর্শনের জন্য পেয়েছেন পটুয়াখালী সদর উপজেলা কৃষি অফিস থেকে বিনা মূল্যে বীজ ও সার এবং সাইনবোর্ড। অন্য দিকে সংশ্লিষ্ট সদর উপজেলা কৃষি অফিসার কর্তৃক পেয়েছেন এ সকল সবজি চাষে উক্ত কৃষক নানা পরামর্শ ও সার্বিক সহযোগিতা। এদিকে দেখা গেছে ১৯ ফেব্রুয়ারী বুধবার বিকালে উক্ত কৃষক তাঁর জমিতে চাষ কৃত সবজি লাল বাঁধা কপি, করলা ও খিরাই নিয়ে দেখাতে হাজির হন পটুয়াখালী সদর উপজেলা কৃষি অফিসে। এসময় উক্ত কৃষক ও পটুয়াখালী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সৌজন্যে সাক্ষাৎ এ মিলিত হয়।