দিনাজপুরে ফুলবাড়ীতে দীর্ঘ তিন বছর ধরে পড়ে থাকা খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের প্রায় ২৫-৩০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র দৌলতপুর ইউনিয়নের ব্রিজটি অবশেষে সংস্কার করা হয়েছে।
ব্রিজটির সংস্কারের উদ্যোগ নেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
তিনি জানান ব্রিজটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে ২০ থেকে ২৫ গ্রামের মানুষ।
আমি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ সাপেক্ষে সংস্কারে কাজ শুরু করেছি।
ব্রিজটি স্থায়ী সংস্কার করতে হলে ব্রিজের মুখে যে ক্যানেলটি রয়েছে সেটি আরো কমপক্ষে ১০০ মিটার বৃদ্ধি করে ব্রিজ পার করে দিতে হবে, নয়তো এই ভাঙ্গনে রোধ করা সম্ভব না, এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় সহ সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছি।
ব্রিজ সংস্কার হওয়ায় স্থানীয়রা অত্যন্ত খুশি হয়ে চেয়ারম্যানের প্রশংসা করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন পড়ে থাকা ব্রিজটি সংস্কার না করায় চলাচলের চরম ভোগান্তি হতো,
দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাই।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল জানান ব্রিজটি আপাতত চলাচলের উপযুক্ত করা হয়েছে।
স্থায়ী সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।