ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারাধীন মামলার জেল পলাতক আসামি গ্রেফতার

শেরপুরে নালিতাবাড়ীর বাগিচাপুরে আঞ্জুমানারা খাতুনকে হত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে বিচারধীন মামলার জেল পলাতক আসামি মো.গিয়াস উদ্দিন প্রকাশ গেসুকে (৫৫) গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতারকৃত গেসু শেরপুরের নালিতাবাড়ী থানার মৃত মিয়া হোসেনের ছেলে।

মঙ্গলবার শেরপুর জেলার নালিতাবাড়ীর বাগিচাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এটিইউ জানায়,২০২৩ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীরা সম্পত্তির বিরোধের জের ধরে নালিতাবাড়ী থানাধীন বাগিচাপুর গ্রামের বাসিন্দা আঞ্জুমানারা খাতুনকে তার নিজ বসতঘর থেকে টেনে হিচড়ে বের করে পাশ্ববর্তী একটি পুকুর পাড়ে এনে হত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আঞ্জুমানারা খাতুনের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ ডিসেম্বর আঞ্জুমানারা খাতুনের মৃত্যু হয়।

এ ঘটনায় ভিকটিমের মেয়ে বাদী হয়ে নালিতাবাড়ী থানায় গ্রেফতার মো.গিয়াস উদ্দিন প্রকাশ গেসু (৫৫) ও তার সহযোগীদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটির তদন্ত শেষে আসামী গেসু (৫৫) ও তার স্ত্রীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

এটিইউ আরও জানায়,এ মামলায় গ্রেফতারের পর গেসু শেরপুর জেলা কারাগারে আটক ছিলেন। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামী মো.গিয়াস উদ্দিন প্রকাশ গেসু (৫৫) শেরপুর জেলা কারাগার থেকে পলায়ন করেন। এ ঘটনায় কারা কতৃর্পক্ষ শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর থেকে আসামী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।

গতকাল এটিইউ আসামীর অবস্থান সনাক্ত করে নালিতাবাড়ী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ