
সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় ৫ টন নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পোনে ১২ টায় ঢাকা-রাজশাহী মহাসড়কের আঁখি যমুনা হোটেলের এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো,রাজশাহী জেলার বাগমারা থানার গোপালপুর এলাকার মো.কামরুল হাসান মিন্টু (২৮) এবং দেউলিয়া এলাকার আবদুল্লাহ আল মাহিদ (১৮)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) হাইওয়ে পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মো.শামসুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন,হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আওতাধীন হাটিকুমরুল হাইওয়ে থানা আঁখি যমুনা হোটেলের সামনে নিয়মিত চেকপোষ্ট করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী একটি ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১১-৭৬৭৪ তে নিষিদ্ধ পলিথিন বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ৫ (পাঁচ) টন নিষিদ্ধ পলিথিনসহ ট্রাকটিকে আটক করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে