
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামে মনোরম পরিবেশে স্থাপিত জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মার্জিয়া রেবেকা
সুলতানার সভাপতিত্বে ও শরীর চর্চা শিক্ষক মনিরুজ্জামান আকন্দের ক্রীড়া পরিচালনায় দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঞা, বিশেষ অতিথি জামালপুর নরুন্দি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী মঞ্জুর মুর্শেদ, জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলী আহসান খান পারেভজ,উপজেলা আইসিটি অফিসার মো. রাকিবুল হাসান, সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, প্রবাল মজুমদার, আল আমিন সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের এরকম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার নারী-পুুরুষের স্বত:স্ফ‚র্ত অংশগ্রহন দেখে মুগ্ধ হয়েছেন। প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভ‚ঞা বলেন, প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত ব্যতিক্রম ধর্মী এ স্কুলটির শিক্ষার মান উন্নয়ন সন্তোষজনক হলেও শিক্ষা প্রতিষ্ঠানটির আরো উন্নয়নে সার্বিক সহযোগিতা করবেন বলে সকলকে আশ্বস্ত করেন।