
আব্দুল মজিদ মল্লিক আত্রাই(নওগাঁ) থেকে:”কারিগরি শিক্ষা নিলে,দেশ বিদেশে কর্ম মিলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুণগত শিক্ষা বিস্তারে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি,
এইচএসসি-বিএমটি শিক্ষাক্রমের পরীক্ষা পদ্ধতি,নম্বর বন্টন, ভবিষ্যৎ সম্ভাবনা-কর্মপরিধি ও সফলতা বিষয়ে নওগাঁর আত্রাইয়ে উপজেলার ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের আয়োজনে বুধবার (১৯ ফ্রেব্রয়ারী) সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক মোঃ আবু রেজার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।শিক্ষার্থীদের কলেজে নিয়মিত উপস্থিত হয়ে গুণগত কারিগরি শিক্ষা গ্রহণ করার জন্য অভিভাবকদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী অনুরোধ জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কলেজের প্রভাষক মোঃ জাকিরুল ইসলাম,এসএম মাসুদ পারভেজ,মোঃ রিপন সরদার, মোঃ মামুনুর রশিদ,মোঃ ইদ্রিস আলী,মোঃ সোহেল রানা অফিস সহকারি মোঃ আবু বকর সিদ্দিক,ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে মোঃ মিলন হোসেন,জিয়াউর রহমান, হাফিজুল ইসলাম,গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।