
পটুয়াখালীর কলাপাড়ায় ৪৬ হাজার ৫ শ’ টাকার জাল নোট সহ হাবিবুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার দপুর সাড়ে তিনটায় পৌর শহরের লঞ্চঘাট এলাকার একরামুল কফি হাউজ থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুর বাউফল উপজেলার সূর্যমনি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কফি হাউজে কেনাকাটা করতে গিয়ে সে ৫ শ’ টাকার একটি জাল নোট দেয়। পরে ওই দোকানীর সন্দেহ হলে পুলিশে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৪০টি ও ৫শ’ টাকার ১৩ টি জাল নোট উদ্ধার করে।কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।