
রাজধানীর মোহাম্মদপুর থেকে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ দুই মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃরা হলেন,সাবিনা আক্তার (২২),মোছা.রিনা বেগম (৩৯)। মঙ্গলবার রাত আটটার দিকে মোহাম্মদপুর থানাধীন বছিলা সূচনা হাউজিংয়ের একটি বাসা থেকে ডিবির লালবাগ বিভাগ তাদের গ্রেফতার করে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান,এদিন রাতে মোহাম্মদপুর থানাধীন বছিলা সূচনা হাউজিংয়ের ১০ নম্বর বাড়ীর একটি ফ্লাট থেকে ওই দুই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছে পলিথিনের প্যাকেটে রাখা ১ কেজি হেরোইন,২৩০ পুড়িয়া প্যাকেটজাত হিরোইন,১২ বার বান্ডেল ফয়েল পেপার,৪ বান্ডেল চিপস্ এর খালি প্যাকেট,২ টি ছোট ডিজিটাল স্কেল ও প্লাস্টিকের পেপারের মুখ বন্ধ করার মেশিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে