
অপারেশন ডেভিল হ্যান্ট এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
এ কে এম মেহেদী হাসান বলেন,অপারেশন ডেভিল হ্যান্ট এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আদাবর থানা পুলিশ কর্তৃক আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। একই সঙ্গে মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক আরেকটি অভিযানে
মাদকের বিক্রি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেফতার করা হয়। এছাড়াও সন্ত্রাস বিরোধ আইন, ডিএমপি অধ্যাদেশে ও জিআর পরোয়ানা অভিযোগে কয়েক জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক অভিযানে গ্রেফতারকৃতরা হলো,মাদকের অভিযোগে -১ জন,ডাকাতির প্রস্তুতি অভিযোগে -৭ জন,সন্ত্রাস বিরোধ আইনে -২ জন, ডিএমপি অধ্যাদেশে-১ জন ও জিআর পরোয়ানায় -১ জন।
আসামিরা হলো,ইউসুফ (২১),অন্তর (২২),আজিজুল (২২), মানিক (২৭),মাহাবুব (১৮),আনোয়ার ওরফে কজি আনোয়ার (৩৫), মন্নান (২৪),শিহাব (২৩), হাসান (২৪), বাঁধন (২০),রুবেল(৩২),নুর হোসেন (২২)
আসামিদের গ্রেফতার পূর্বক আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও আদাবর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে চাদাবাজ মামলায় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু রাহিম (১৫), ইমন(১৫),মো.হোসাইন(১৫) ও তোফেল (২০)। এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত আসামি সৈয়দ আহম্মেদ উসামাসহ মাদক মামলায় নিয়াজ
ওরফে মো.স্বপন কাজী ওরফে সিডি স্বপন (৪০), মো.জুবায়ের ইসলাম (৩১),মো.ফারুক (৪২), মো. মাসুম মিয়া (৩৪),মো.আনোয়ার হোসেন (৩৭)।
ছিনতাইয়ের চেষ্টা মামলায়,মো.ফরিদ(২৮),মো. ইমন(২৮) ও অন্যা এক মামলায় মো.আল-আমিন (১৯) সহ সর্বমোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।
অভিযান চলমান আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ডিআই/এসকে