বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ইকো হিপ এন্টিসিপেটরি একশন প্রকল্পের আওতায়, আশিকা কর্তৃক আয়োজিত, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ভূমিধস ও আকস্মিক বন্যা প্রস্তুতির জন্য আগাম কর্মপরিকল্পনা ও নিরাপদ স্থান সনাক্তকরণে এডভোকেসি ও অভিমূখিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেরুয়ারি) সকাল ১০ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে, আশিকার প্রজেক্ট কো-অর্ডিনেটর সমন বিজগ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদুল ইসলাম,দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান,প্রফেসার এমদাদুল্লাহ মোঃ ওসমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার, প্রাণী সম্পদ অফিসের ডাঃ ছৈয়দ নুর,সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু,প্রজেক্ট অফিসার উচ্ছ্বাম চাকমা,উক্য হাই মার্মা,ফিল্ড ফ্যাসিলেটর রুবিনা আক্তার, ফিল্ড ফ্যাসিলেটর মংড়ী চাকসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী।