
গত ১৮ ই ফেব্রুয়ারি খুলনার হরিণটানা থানার রায়ের মহল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মোঃ গালিব হাসান (৩৮) পিতা খাঁন আসাবুর রহমান নামে এক মাদক বিক্রেতা কে ৪৭৮৫ পিস ইয়াবা, ২৩ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা সহ এক জনকে গ্রেফতার করেছে।
সুত্র মতে, ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খুলনা মহানগরী হরিণটানা থানাধীন রায়ের মহল মিরেরঘাট রোডস্থ আছরখার মোড় এলাকায় আসামির নিজ বসতবাড়ি থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা এর উপ পরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে, (ক) সার্কেলের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে এক অভিযানকারি দল নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে উক্ত স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।
এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে গালিব হাসান খাঁন কে আটক করে।
আসামির বসতবাড়ি থেকে ৪৭৮৫ পিস ইয়াবা, ২৩ বোতল ফেনসিডিল, ১০০ গ্ৰাম গাঁজা ও নগদ ৪ লক্ষ ২২ হাজার আটশ টাকা আলামত হিসেবে জব্দ করে।
এ সংক্রান্তে (ক) সার্কেলের পরিদর্শক মোঃ আব্দুর রহমান বলেন, গ্রেফতারকৃত গালিব চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকের ডিলার। সে দীর্ঘদিন ধরে খুলনায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
এছাড়া পরিদর্শক মোহাম্মদ আব্দুর রহমান বাদী হয়ে আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।