চট্টগ্রামে বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিনগত রাত ১২টা থেকে সোমবার দিনগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,গ্রেফতারদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী,পরিকল্পনাকারী,অপরাধের সহযোগী ও অবৈধ অস্ত্রধারী রয়েছে। তাদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।
গ্রেফতাররা হলেন,মো. ইসমাইল (৬০), মোহাম্মদ নাছির উদ্দিন (৪৭), মোহাম্মদ রকিবুল কাদের ওরফে মাহিম (২২), ইমন আহাম্মদ (২৪), মো. রাসেল (১৯), জহেদুল ইসলাম (২৫), মো. আরিফ (৩৬), আব্দুল শাক্কুর ফারুকী (৬৫), সাইফুল ইসলাম (৪৭), আরমান হোসেন ওরফে আরমান হাজারী (২৫), মো. সজিব (১৯), মো. সালাউদ্দিন (৪২), সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ (৩৬), সোহেল রানা (২৪), রবিউল হোসেন (৪২), কামরুল হাসান হৃদয় (২০), রাজন হোসেন (২৪), নাজমুল হোসেন (৪৩), মনিরুল হক (৪৩), জাহিদ হাসান মুন্না (২০), তাসলিমা বেগম (৪০), মো. আসাদ (৩৮), নুরুল হক (৪০), ছাদিয়া বেগম (২০), শারমীন আক্তার (২১), আলম শাহ (৫২), আকবর হোসেন খোকন (৪০), মো. সেলিম ওরফে বাদশা (৪০), মো. সোহেল (৩৭), গিয়াস উদ্দিন (৩৭), বেলাল উদ্দিন (৫০) ও সমর কান্তি ধর (৫২)।
ডিআই/এসকে