রাজধানীর কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে উদ্দেশ্যমূলকভাবে অগ্নিকান্ড ঘটানোর অভিযোগে রেস্টুরেন্টটির এক কর্মচারী মো. মেহেদী হাসান রিমনকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কারওয়ান বাজার এলাকা থেকে তেজগাঁও থানা পুলিশ
পুলিশ জানায়,গ্রেফতার মেহেদী অনলাইন জুয়াড়ী এবং জুয়ার টাকা জোগাড় করতে তিনি রেস্টুরেন্টটির ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা চুরি করে। আর চুরির ঘটনা আড়াল করার উদ্দেশে পরিকল্পিতভাবে পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে আগুন লাগায়।
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) ডিএমপির উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।
তালেবুর রহমান জানান,গত ১৫ই ফেব্রুয়ারি রাতে কারওয়ান বাজার এলাকায় জাহাঙ্গীর টাওয়ারে অগ্নিকাণ্ডে পেয়ালা ক্যাফে নামক রেস্টুরেন্টের ভেতরে থাকা ক্যাশ কাউন্টার,কম্পিউটারসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এছাড়া রেস্টুরেন্টের ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা উধাও হয়ে যায়। এ ঘটনায় রেস্টুরেন্টটির মালিক মো. মঞ্জুরুল আলম খানের (৫২) অভিযোগের ভিত্তিতে তেজগাঁও থানায় মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
তিনি আরও জানান,মামলার তদন্তকালে পেয়ালা ক্যাফের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং অন্যান্য তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মেহেদীর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।পরবর্তীতে কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,মেহেদী অনলাইন জুয়ায় আসক্ত ছিল এবং জুয়া খেলায় তার অনেক টাকা লোকসান হয়। ওই টাকা জোগাড় করার উদ্দেশে সে প্রথমে রেস্টুরেন্টটির ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা চুরি করে। অতঃপর চুরির ঘটনা আড়াল করার উদ্দেশে পরিকল্পিতভাবে পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে আগুন লাগায়।
পুলিশ আরও জানায়,মেহেদী নোয়াখালীর মাইজদীতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে কর্মরত থাকা অবস্থায় উক্ত রেস্টুরেন্টের ১০ লক্ষ ৮০ হাজার টাকা চুরি করে পালিয়েছিল এবং এ ঘটনায় নোয়াখালীর সুধারাম মডেল থানায় তার বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে