
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে প্রতি বছরের ন্যায় এ বছরও ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারী/২০২৫ খ্রিঃ আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের এর বার্ষিক মাহফিল
অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহফিল উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রান মুসুল্লীদের আগমন ঘটে। মাহফিল উপলক্ষ্যে খানকায়ে ছালেহিয়া কমপ্লে·ের রাস্তার পূর্ব এবং পশ্চিম পার্শ্বে অস্থায়ী ভিত্তিতে দোকান বসে। মাহফিলে আগত ধর্মপ্রান মুসুল্লীগন রাস্তা পার হয়ে দোকানে যেতে হয়। ইতিপূর্বে বেশ কয়েকবার উল্লেখিত স্থানে মুসুল্লীগণ স্থান পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় পতিত হয়। যার ফলশ্রুতিতে অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করে এবং কিছু মানুষ মারা ও যায়। তাই আগত মুসুল্লীদের নিরাপত্তার স্বার্থে অস্থায়ী দোকানের স্থান খানকায়ে ছালেহিয়া কমপ্লে· সংলগ্ন পার্শ্বে অর্থ্যাৎ ঢাকা-কুয়াকাটা রাস্তার পশ্চিম পার্শ্বে নির্ধারণ করার জন্য বরগুনা জেলা পুলিশ সুপার বরাবর এলাকাবাসীর পক্ষে মো. ইছাহাক মাষ্টার লিখিত আবেদন করেন।বরগুনা জেলা পুলিশ সুপার আমতলী উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সমন্বয় করে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়কে অবহিত করার নির্দেশদেন আমতলী থানার অফিসার ইনচার্জকে।আমতলী থানার অফিসার ইনটচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, পুলিশ সুপার মহোদ্বয়ের
কার্যালয় থেকে নির্দেশনা পত্র পেয়েছি মাহফিল কমিটির সাথে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।