
সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটিতে লক্ষ্মীপুরের সন্তান এম জে এইচ মঞ্জুকে আহ্বায়ক করা হয়েছে।রোববার (১৬ ফেব্রুয়ারী) রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল অনুমোদিত এ কমিটি ঘোষণা করা হয়।কমিটির আহ্বায়ক লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড সুলতান সর্দার বাড়ির নুরুল ইসলামের ছেলে ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আইন বিভাগের শিক্ষার্থী এম.জে এইচ মঞ্জু, সদস্য সচিব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আতিক শাহরিয়া।কমিটিতে যুগ্ম-আহ্বায়ক ৩১ জন, যুগ্ম-সদস্য সচিব ২৬ জন, সংগঠক ২০ জন, সদস্য ১৭ জন।
লক্ষ্মীপুরের সন্তান এম জে এইচ মঞ্জু বৈষম্য বিরোধী ছাত্রদের কৌটা আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব ও হাসিনা পতনের এক দফা দাবিতে ঢাকা শহরে সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেতৃত্ব প্রদান করে। কমিটির আহ্বায়ক এম জে এইচ মঞ্জু বলেন ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে জুলাইয়ের আন্দোলনে সম্মুখ সারিতে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের সমন্বয়ে ৬ মাসের জন্য সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আশা করি নতুন বাংলাদেশ বিনির্মাণে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে।