
গাইবান্ধার পলাশবাড়ীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ ফেব্রুয়ারি উপজেলা সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউ,পি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বেতকাপা ইউ,পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, পলাশবাড়ী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তাফা,পলাশবাড়ী পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী দিলিপ চন্দ্র সাহা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য কৃষিবিদ মিজানুর রহমান খান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু তালেব সরকার,পৌর বিএনপির সহ-সভাপতি আজাদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফ মিয়া,মোজাহিদ আকন্দ,
পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ,খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম সম্পাদক মোঃ মুশফিকুর রহমান মিলটন,সাংবাদিক রবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোঃ মিলন মন্ডল,এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন প্রতিনিধিরা। ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।