
পঞ্চগড়ের বোদা উপজেলায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ এর আলিয়া ও ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিদ ইসলাম কাচ্চু, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, বোদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুল্লাহ আসাদ, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ছলেমান আলী, সাতখামার দাখিল মাদ্রাসার সহ-অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আবদুল গফুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলার অন্যতম আহবায়ক ফজলের রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন।
বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭৩টি ক্বওমী মাদ্রাসা ও ১৩ টি আলিয়া মাদ্রাসার ৭৫০ জন শিক্ষার্থীগণ ইসলামী সাংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে হামদনাত, কেরাত ও উপস্থিত বক্তৃতা উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।