শেরপুর জেলা পুলিশের আয়োজনে ময়মনসিংহ রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
উদ্বোধনকালে পুলিশ সুপার ময়মনসিংহ রেঞ্জ এর ৪টি জেলার ৪টি পুলিশ ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তা ও খেলার পরিচালকদের সাথে পরিচিত এবং কুশল বিনিময় করেন। ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্ট রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে নির্ধারিত ১৫ ওভারের উদ্বোধনী খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও অনবদ্য ফিল্ডিংয়ের মুখে জামালপুর জেলা পুলিশ ক্রিকেট দল ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দল ৭ দশমিক ৪ ওভারে কোন উইকেট না হারিয়ে (ওপেনিং জুটি) ৮৮ রান সংগ্রহ করে শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দল ১০ উইকেটে জয়লাভ করে। দিনের অপর খেলায় নেত্রকোনা জেলা পুলিশ ক্রিকেট দলের বিপক্ষে ৪৮ রানে জয়লাভ করেছে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট দল। এসময় উদ্বোধনী খেলা উপস্থিত থেকে উপভোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিমসহ শেরপুর জেলা পুলিশ ও রেঞ্জাধীন অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।