ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

নোয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

জাগো নিউজ ও খবরের কাগজের নোয়াখাল প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর বিরুদ্ধে চাটখিল থানায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে মামলা থেকে ওই সাংবাদিকের নাম প্রত্যাহারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন তারা।

বক্তরা বলেন,ইতোমধ্যে জাগো নিউজ ও খবরের কাগজে নোয়াখালী একাধিক দুর্নীতিবাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তারা সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে ঘায়েল করার ষঢ়যন্ত্র করেছেন। সর্বশেষ নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ন নিয়ে লেখার কারণে চাটখিল থানার একটি রাজনৈতিক মামলায় তাকে আসামি করে হয়রানি করা হচ্ছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে চাটখিল থানার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে পিস্তল, ককটেলসহ দেশীয় অস্ত্র হাতে মিছিল করেন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি ৮৪ জনকে আসামি করে শ্রমিকদল নেতা মাসুদ আলম থানায় মামলা করেন। ওই মামলায় সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে ৫৫ নম্বর আসামি করা হয়েছে।

সাংবাদিক ইকবাল হোসেন মজনু জানান, নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ম নিয়ে গত ২১ জানুয়ারি জাগো নিউজে জাল সনদে ১৫ কোটি টাকার কাজ বাগিয়ে নির্মাণে অনিয়ম এবং ২৬ জানুয়ারি খবরের কাগজে ১৫ কোটি টাকার কাজে অনিয়ম শীর্ষক জালিয়াতির সংবাদ প্রকাশ করি। এ নিয়ে গণপূর্ত অধিদপ্তর তদন্ত কমিটিও গঠন করে। সেই অনিয়মে জড়িতরা শ্রমিকদল নেতাকে টাকা দিয়ে হয়রানি করতে পরিকল্পিতভাবে আমাকে ওই মামলায় আসামি করেছে। আমি গত এক বছরেও চাটখিল এলাকায় যাইনি।

মানববন্ধনে এখন টিভির প্রতিনিধি নাসিম শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসূফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা ডা. বোরহান উদ্দিন, কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক সামছুল হাসান মিরন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, ইনকিলাবের জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরু, ডেইলী স্টার ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, ডেইলী পোস্টের প্রতিনিধি শাহাদাৎ বাবু, কবিরহাট প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক জহির, নাগরিক কমিটির সদস্য তুহিন ইমরান প্রমুখ।

এসময় সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল উদ্দিন ভুইয়া, নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, এসএ টিভির প্রতিনিধি আবদুর রহিম বাবুল, সকালের সময়ের প্রতিনিধি মো. সেলিম, কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব, দীপ্ত টিভির প্রতিনিধি রিফাত মির্জা, একুশে টিভির প্রতিনিধি আরেফিন শাকিল উপস্থিত ছিলেন।

 

ডিআই/এসকে

শেয়ার করুনঃ