
রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে মো. সজিব (১৮) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুরের টাউন হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম- রহমত (২৫)।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
তিনি বলেন, মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারের সামনে ছুরিকাঘাতে এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা মামলার মূল আসামি রহমতকে (২৫) টাউন হল থেকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
গত ৩০ ডিসেম্বর মোহাম্মদপুরের পুরান থানা রোডের মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারের সামনের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সজিব। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় নিহতের পরিবার মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ডিআই/এসকে