
চন্দন ভট্টাচার্য্য, রূপসা(খুলনা) প্রতিনিধিঃ রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ১৭ ফেব্রুয়ারী সোমবার সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো: আহসান হাবীব, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম তরফদার, রূপসা পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুরাদ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ হাবিবুল্লাহ ইমন, আইচগাতী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ, টিএসবি ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াচুর রহমান, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, মোঃ শহিদুল্লাহ, প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, মাদ্রাসা সুপার মাওঃ শফিউল্লাহ, বিএনপি নেতা এসএম আঃ মালেক, দিদারুল ইসলাম, জাহিদুল ইসলাম রবি, ফিরোজ মাহমুদ,জিএম আসাদুজ্জামান, কবির শেখ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ওবায়েদ ফরাজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা তামিম হাসান লিয়ন, মিরাজ আলী হালদার, মেহেরাব হোসেন, ফাহাদ উদ্দীন পারভেজ। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।