
নওগাঁর আত্রাইয়ে সৈয়দপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের আয়োজনে ভোঁপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে হরিতলা মন্দিরে রোববার সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব হরিবাসর পরিদর্শন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন। তিনি বলেন,সকল মানুষের ধর্মীয় স্বাধীনতা
নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আত্রাই উপজেলা প্রশাসন আপনাদের অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোঃ খবিরুল ইসলাম,ভোঁপাড়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন,উপজেলা সহকারী প্রশাসনিক অফিসার মোঃ আহসান হাবিব নাঈম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।