
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে আর্থিক সহয়তা প্রদান করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোশারফ হোসাইন শহীদ ও আহতদের পরিবারের লোকজনের নিকট আর্থিক সহয়তা তুলে দেন। এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরাইল উপজেলার সমন্বয়ক আলিফ মাহমুদ নাহিদ, ইফরান খান,
আল-আমিন, মোহাম্মদ রিফাত, সাইফুল, আমিরুল, আরাফ, লাবনি, নুসরাত ও সানিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।