পঞ্চগড় -১ আসনে নাইমুজ্জামান মুক্তা'কে আওয়ামীলীগের মনোনয়ন ও দলীয় প্রতীক নৌকা দেওয়ায় সংবাদ সম্মেলন করেছে জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ। সোমবার (২৭- নভেম্বর) জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগ, উপজেলা, পৌর ও আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান এমপি, সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওমীলীগের সভাপতি কাজী মাহমুদুর রহমান ডাবলু, আটোয়ারি উপজেলা আওমীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, সহ জেলা ও উপজেলা আওমীলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ এর সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতি করে আসতেছি। দলকে শক্তিশালী করতে অনেক ত্যাগ শিকার করতে আমরা সবসময় প্রস্তুত। আমরা জীবনের মায়া ত্যাগ করে নেত্রীর দেওয়া যে কোন নির্দেশ পালনে সবসময় তৎপর রয়েছি। কিন্তু দলে এতো পরিক্ষিত ও ত্যাগী নেতা থাকতে আজকে একটা হাইব্রিড'কে দলীয় প্রতীক নৌকা দেওয়া হয়েছে।
যা পঞ্চগড় আওয়ামীলীগের কেউ মেনে নিতে পারছে না। অনেক নেতাকর্মীরা তাকে চিনে না। আমরা চাই এই মনোনয়ন প্রত্যাহার করে দলের প্রাক্তন ও পরিক্ষিত যে কাউকে এই মনোনয়ন দেওয়া হোক। সংবাদ সম্মেলন শেষে জেলার বিভিন্ন স্থান থেকে আসা সম্মিলিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে। একপর্যায়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দ এসে সবাইকে অনুরোধ করে রাস্তা ফাঁকা করেন। এ সময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়ে সড়কের উপর শুয়ে পড়েন। সবাই মুক্তা মানি না, হাইব্রিড মানি না, হাইব্রিড হাঁটাও আওয়ামী লীগ বাঁচাও শ্লোগান দিতে থাকে।