ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার, ৪০ জনকে পদক দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সোমবার উদযাপিত হতে যাচ্ছে কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে এই বাহিনী।

প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মো.খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণি। এছাড়া নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, কূটনৈতিক ব্যক্তিবর্গ,সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্র উপদেষ্টা কোস্ট গার্ড এর কর্মকর্তা,নাবিক এবং অসামরিক ব্যক্তিবর্গের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য ১০ জন কে বাংলাদেশ কোস্ট গার্ড পদক,১০ জনকে বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক,১০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক এবং ১০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক, প্রদান করবেন।

বিভিন্ন শাখায় পদক পাচ্ছেন যারা
ক. এ বছর কোস্ট গার্ড পদক (বিসিজিএম) পাবেন
রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী,কমডোর মো. রাশেদ সাত্তার,ক্যাপ্টেন মো.জহিরুল হক,ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ,ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল আজম,লে.কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ, লে.কমান্ডার এইচ.এম.এম.হারুন-অর-রশীদ, মো. বাবুল আক্তার,মোহাম্মদ ইয়াকুব আলী ও ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান।

খ. প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) পাবেন কমান্ডার মো. মাহফুজুর রহমান, লে. কমান্ডার আব্দুল্লাহ্-আল-মামুন, লে. কমান্ডার মো. সুয়াইব বিকাশ, লে. মো. মুনতাসির ইবনে মহসীন, লে. রুহান মনজুর, মো. মিজানুর রহমান, মো. শাহ আলম, মো. বেলাল হোসেন, নুর মোহাম্মদ ও মো. সাজেদুল ইসলাম সাজ্জাদ।

গ. বাংলাদেশ কোস্ট গার্ড পদক- সেবা
(বিসিজিএমএস) পদক পাবেন ক্যাপ্টেন শেখ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ক্যাপ্টেন মোহাম্মদ শহীদুল হক, সার্জন কমান্ডার এস এম বেলাল উদ্দিন, কমান্ডার আকতার জামান চিশতী, কমান্ডার মাজহারুল ইসলাম, কমান্ডার মোদাসসেরুল হক, লে. কমান্ডার মো. মোহাইমিনুল হক মাহিম, মো. মনোয়ার হোসেন, মো. রাশেদুর ও নাহিদ হাসান জনি।

ঘ. প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএমএস) সেবা
পদক পাবেন ক্যাপ্টেন রিয়াদ ইবনে জামাল, ক্যাপ্টেন এস এম সুমন হায়দার, মোহাম্মদ ফকরুল ইসলাম, মো. মনোয়ার হোসেন, মো. জাকারিয়া, মো. এহসানুল হক, লুৎফর রহমান তারেক, শফিউল ইসলাম তালুকদার, মো. সাইফুল ইসলাম ও মো. আবু তাহের।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ