
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ কুমিল্লা বোর্ডের অধীনে পাসের হারে জেলার মধ্যে সেরার তালিকায় স্থান করে নিয়েছে।
এ বছর কলেজটির পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে ১৪ জন। রবিবার দুপুর ১২টায় কলেজের নোটিশ বোর্ডে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।জানা যায়, এবছর অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে মোট ৪৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।এর মধ্যে কৃতকার্য পরীক্ষার্থর সংখ্যা ৪৩১ জন ও অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৫ জন।
উক্ত কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই কৃতকার্য হয়েছেন এবং তার মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৪জন।অপরদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেওয়া ১১৮ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করে শতভাগ কৃতকার্য হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ১ জন এবং মানবিক বিভাগ থেকে ২৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৩৭ জন কৃতকার্য হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫ জন।
ফলাফল ঘোষণার পরপরই ভাল ফলাফল হওয়ার খবরে কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেন।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন বলেন,কলেজ প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদের দিকনির্দেশনায়, শিক্ষকদের অকান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের স্বদিচ্ছার কারণেই এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে কলেজ প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ কৃতকার্য সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এ জন্য তিনি কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অত্র কলেজকে দেশের সেরা কলেজে রুপান্তর করতে এবং শিক্ষার আলে সমৃদ্ধ করে আলোকিত নবীনগর গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন