
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার হয়েছেন তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলমগীর কবির সহ আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে গত ৬ দিনে গ্রেফতার হয়েছেন ২৪ জন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী। এর আগে শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্র্রেফতার করা হয়। জানা যায়, আলমগীর কবির গত ২০২২ সালের ১৭ অক্টোবর পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।তিনি তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।গ্রেফতাররা হলেন-পঞ্চগড় জেলা পরিষদেও সাবেক প্যানেল চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল কমির রেজা, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনু, দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষক লীগের সহ-সভাপতি আবু হানিফ, একই উপজেলার দন্ডপাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী, আটোয়ারী উপজেলার রাধানগর আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলার শালবাহান নতুন বস্তি এলাকার আওয়ামী লীগ সমথর্ক মনসুর আলী।পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার ডেভিল হান্ট অপারেশনে গত ২৪ ঘণ্টায় ৭ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এ নিয়ে গত ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি ৬ দিনে পঞ্চগড় জেলাটিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪ জনকে আটক করে বিভিন্ন মামলায় গ্র্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।