নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির গুইমারায় এক সঞ্চয় সমিতির ৭৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যবসায়ী বেলায়েত হোসেনের বিরুদ্ধে। প্রতিদিন ১০০ টাকা করে সঞ্চয় করা শতাধিক সদস্য এখন নিঃস্ব, কারণ বছর শেষে লাভসহ টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে বেলায়েত হোসেন পুরো অর্থ হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন।
ভুক্তভুগী - গুইমারা বাজারের ঝাড়ুদার মো. সাগর দাস ও দিনমজুর শফিকসহ অনেকেই জানিয়েছেন, তাঁরা প্রায় ৭০ লাখ টাকা জমিয়েছিলেন, যা এখন ফিরে পাওয়ার কোনো সম্ভাবনাই দেখছেন না। টাকা ফেরতের দাবিতে বিক্ষুব্ধ সমিতির সদস্যরা বেলায়েতের দোকানের সামনে বিক্ষোভ করেন এবং দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানান।
স্থানীয় বাজার কমিটির সভাপতি মোঃ বাবুল হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তি জুয়া ও অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাকে ধরতে তারা প্রশাসনকে সহযোগিতা করবেন। এ ঘটনায় পুরো গুইমারা এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে, আর প্রতারিত মানুষরা ন্যায়বিচারের অপেক্ষায় দিন গুনছেন।