
‘১৮’র কোটা সংস্কার আন্দোলন থেকে ২৪’এর গণঅভ্যুত্থান’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলন-২০২৫ আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ঢাকার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক মোহাম্মদ ইসমাইল সম্রাট প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন।
তিনি জানান,এবারের প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলন হবে ব্যতিক্রমী। এই সম্মেলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ অংশ নিবেন।
২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম,যূগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল হিসেবে ২০২৪ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলন-২০২৫ সফল ও স্বার্থক করতে সকলকে প্রানবন্ত অংশগ্রহণের আহব্বান জানান সংগঠনের কেন্দ্রীয় আহবায়কমোহাম্মদ ইসমাইল সম্রাট।