
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে দলীয় নেতাকর্মীরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল উপজেলা সদরে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি পালন করেন পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থকরা। মানিনা না মানবো না এবং অবৈধ কমিটি বাতিল
চাই, ত্যাগীদের মুল্যায়ন চাই“স্লোগানে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড শ্রমিক অফিসের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, গত ১৭ বছর ধরে মাঠে থেকে হামলা-মামলা ও নির্যাতন সহ্য করে দলের জন্য যারা কাজ
করেছেন, তাদেরকে সদ্য ঘোষিত কমিটিতে স্থান দেওয়া হয়নি। অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীপড়া দোসররা দলে পদ পেয়েছেন বলেও অভিযোগ করেন। ফলে অনতিবিলম্বে নান্দাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল করে
ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়িত করে নতুন কমিটি ঘোষণা দেওয়ার দলের জেলা কমিটি ও কেন্দ্রীয় শীর্ষ নেতকার্মীদের প্রতি জোর আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌস, নুরুল হক, যুবদল নেতা মোবারক হোসেন উজ্জল, ছাত্রদল নেতা
শাহজাহান কবির মানিক, মেহেদী হাসান সুমন, জিসান আহম্মেদ
স্বপন সহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য,গত ১৩ ফেব্রুয়ারি ১১২ সদস্য বিশিষ্ট ও পৌর বিএনপির ৮১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটিতে সাবেক এমপি আনওয়ারুল হোসেন খান চৌধুরীর পুত্র
ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরীকে আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদিরকে সদস্য সচিব করা হয়েছে। অপর দিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুলকে পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরকে
সদস্য সচিব করা হয়েছে।