
শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি।
রাজনীতির দুঃসময়ে ঝুঁকি নিয়ে যারা রাজনীতির পথকে সুগম করে করেছেন আপোষহীন রাজনীতি করে দলকে সুসংগঠিত করেছেন, তাদের অবদান মনে রাখবে দলের নেতাকর্মীরা।
আমাদের ধ্যানে জ্ঞানে মনে তাদেরকে শ্রদ্ধা করতে হবে। আজকের আওয়ামী লীগ যে সকল দেশপ্রেমিক, সাহসী, সৎ ও আদর্শবান নেতাদের মেধা শ্রমে গড়ে উঠেছে
গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশীদ ফরিদ অন্যতম।
সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত থেকে তিনি জনগণের সেবা করে আসছেন। নিষ্ঠা ও সততা নিয়ে মানুষের কল্যাণে কাজ করছেন তিনি।
জনগণের কল্যাণে যারা রাজনীতি করে, দলের কর্মীদের পাশে দাঁড়ায় তারাই প্রকৃত নেতা।
দায়িত্বশীল, সাহসী ও সহজেই কর্মীদের আকৃষ্ট করতে পারার সুবাদে হাজার হাজার কর্মী তার হাত ধরে এসে আজ আওয়ামী পরিবারে সম্পৃক্ত হয়েছে।
সফল, ত্যাগী ও রাজনীতিবিদ হিসেবে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন আওয়ামীলীগের এই নেতা এডভোকেট হারুন অর রশীদ ফরিদ।
একজন আদর্শিক রাজনীতিকের যে গুণাবলী থাকা উচিত যেমন বিনয়, সততা, যোগ্যতা সব তার মাঝে রয়েছে।
শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশীদ ফরিদ একজন অসাধারণ নেতা। অর্থ লোভে পড়ে কখনো নীতি ও আদর্শচ্যুত হননি।
এডভোকেট হারুন অর রশীদ ফরিদ এর মতো ত্যাগী নেতাদের মেধা-শ্রমে আওয়ামী লীগ আজকের শক্ত অবস্থানে এসেছে বলে জানান নেতাকর্মীরা।