ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা

আগের নামে ফিরলো পঞ্চগড়ের ২টি রেলওয়ে স্টেশন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের প্রায় ৬ মাস পর নাম পরিবর্তন হলো পঞ্চগড় সহ দেশের আরোও ২টি রেলওয়ে স্টেশন।
পরিবর্তনের বিষয়টি বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে দেখা যাচ্ছে আগের নামে ফিরল রেলওয়ে স্টেশন।
জুলাই অভ্যুত্থানের পর থেকেই স্টেশনের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ স্থানীয় অনেকে।
এরই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম রেলস্টেশনের নাম গুলো পরিবর্তনের আশ্বাস দেন।
এর ধারাবাহিকতায় বুধবার পঞ্চগড় সহ দেশের ৩টি রেল স্টেশনের নাম পরিবর্তনের নোটিশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
গত ২৯ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানজিনা শাহরীন স্বাক্ষরিত ঐ পত্রে বলা হয়েছে, রেলওয়ে পূর্বাঞ্চলের ২টি ও পশ্চিমাঞ্চলের ১টি রেলস্টেশনের নাম পরিবর্তন এবং কোড অনুমোদিত হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমান পরিবর্তিত নাম ও স্টেশন কোড পরিবর্তন হয়েছে। তাই বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন কোড বিএমএসএমের স্থলে পঞ্চগড় স্টেশন কোড পিসিজিএস করা হয়েছে। অপর দুটি স্টেশনের নাম পরিবর্তন হওয়া স্টেশনগুলো হচ্ছে অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার ও উমেদ নগর স্টেশন।
জানা যায়, ব্রিটিশ আমলে পাবর্তীপুর-রুহিয়া এবং পাকিস্তান সময়ে ১৯৬৭ সালে রুহিয়া-পঞ্চগড় রেললাইনটি তৈরি হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামালে পঞ্চগড়-২ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি রেলমন্ত্রী থাকাকালে ২০১৯ সালে পঞ্চগড় রেল স্টেশনটির নাম পরিবর্তন করে নতুন করে ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন’ রাখা হয়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ছিলেন সাবেক রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের বড় ভাই। তাই ভাইয়ের প্রতি সম্মান-শ্রদ্ধা জানাতে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন নামকরণ করা হয়েছিল।
কিন্তু ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর রেলওয়ে স্টেশনটির নাম পরিবর্তনের দাবি ওঠে। এর ফলশ্রুতিতে সরকারি নীতিমালা ও নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা করা হয়। স্থানীয় জনগণের দাবি ও স্থানীয় ঐতিহ্য রক্ষার কথা মাথায় রেখেই স্টেশনটির নাম আবার পূর্বের নামে ‘পঞ্চগড় রেলওয়ে স্টেশন’ ফিরে আসে।
স্টেশনটিতে বর্তমানে ঢাকামুখী উত্তরাঞ্চলে রয়েছে ৯টি আন্তঃনগর ট্রেন। ট্রেনগুলো হচ্ছে- একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস। এদের মধ্যে পঞ্চগড় স্টেশনে চলে পঞ্চগড় এক্সপ্রেস, বাংলাবান্ধা, দোলনচাঁপা, দ্রতযান ও একতা এক্সপ্রেস।

শেয়ার করুনঃ