
পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল, পটুয়াখালী জেলা শাখা’র যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী শনিবার রাতে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সরবরাহ কৃত পত্রে যা উল্লেখ করা হয়েছে তা নিম্নে তুলে ধরা হলো,
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫-২০২৬’র তফসিল মোতাবেক মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের ধার্য দিন ১১ ফেব্রুয়ারী তারিখ উক্ত সংগঠন দু’টির উদ্যোগে পৃথক ভাবে মনোয়ন পত্র সংগ্রহ ও জমা প্রদান করা হয়। এ মনোনয়ন পত্র সংগ্রহ জমাকালীন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে ৬টি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে ৯টি মনোনয়ন পত্র জমা প্রদান করা হয়। উক্ত
মনোনয়ন পত্র জমাদান পর্ব শেষ হওয়ার পূর্বেই উপস্থিত বিজ্ঞ আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায় অনভিপ্রেত ও অনাকাঙ্খিত পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সিনিয়র আইনজীবীগনের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত হয়।
গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ পটুয়াখালী জেলার ঐতিহ্য বজায় রাখার স্বার্থে এবং শান্তিশৃঙ্খলা অব্যাহত রাখা সংশ্লিষ্ট সকল পক্ষেরই নৈতিক দায়িত্ব ও কর্তব্য। নৈতিক দায়বোধে উদ্বুদ্ধ হয়ে উভয় পক্ষের আপোষমূলক মনোভাবের প্রেক্ষিতে মনোমালিন্য পরিহার করে উভয় পক্ষের দায়েরকৃত মামলা প্রত্যাহারের প্রক্রিয়া গ্রহন সহ সকল বিরোধের অবসান ঘটিয়ে নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষকে পূর্ন সহযোগিতার অঙ্গিকার ব্যক্ত করছি। সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে আগামী ২৭ ফেব্রুয়ারী তারিখের নির্বাচন সম্পন্ন হওয়ার জন্য তারা উভয়পক্ষ প্রত্যাশা ব্যক্ত করছেন। উক্ত সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল হক ফরাজী এডভোকেট, মোঃ নাজমুল আহসান এ্যাডভোকেট ও শরীফ মোঃ সালাউদ্দিন অ্যাডভোকেট সহ এ দুইটি সংগঠন ভুক্ত বিপুল সংখ্যক আইনজীবী গন ও সাংবাদিক বৃন্দরা।