ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নালিতাবাড়ীতে যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে যুবলীগের পদধারী নেতাদের সাথে নির্বাচনী প্রচারণা ও ভুক্তভোগী এক ব্যক্তিকে জমি পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠেছে যুবদল নেতা দৌলত আলী হাবুলের বিরুদ্ধে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাব মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনেন ভুক্তভোগী বিশগিরিপাড়া গ্রামের হাবিবুর রহমান হবি।
লিখিত বক্তব্যে হাবিবুর রহমান হবি জানান, ২ কাঠা জমি নিয়ে তার ফুফুর সাথে দ্ব›দ্ব চলছে। এমতাবস্থায় জমি ফেরত পেতে সম্প্রতি ৫নং রামন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দৌলত আলী হাবুলের দ্বারস্থ হন তিনি। এসময় জমি পাইয়ে দেওয়ার কথা বলে হাবুল তার কাছে ৫০ হাজার টাকা দাবী করে। হাবিবুর জমি প্রাপ্তি সাপেক্ষে টাকা দেওয়ার কথা জানালে হাবুল সিনিয়র নেতাকে অগ্রীম দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা ঘুষ নেন। পরে জমি সংক্রান্ত বিষয়টি মিমাংসা না করে কালক্ষেপণ করলে হাবিবুর তার টাকা ফেরত চান। একপর্যায়ে লেনদেনের বিষয়টি প্রকাশ হয়ে পড়লে হাবুল ওই টাকা দিতে অস্বীকৃতি জানান। এমতাবস্থায় বিষয়টি স্থানীয় সংবাদকর্মী ওসমান ফারুককে জানালে ওসমান ফারুক এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেন।
এদিকে সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে দৌলত আলী হাবুল ১২ ফেব্রুয়ারি বুধবার বিশগিরিপাড়া বাজারে কতিপয় সংবাদকর্মীকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদকর্মী ওসমান ফারুককে ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে।
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হবি অভিযোগ করে আরও বলেন, দৌলত আলী হাবুল নিজেকে শহীদ জিয়ার আদর্শের সৈনিক ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দাবী করলেও গেল জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাসরি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে অবস্থান নেন। শুধু তাই নয়, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে প্রকাশ্যে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন। এসময় তিনি ওই প্রচারণার ছবিও তুলে ধরেন।

শেয়ার করুনঃ